ঝাড়গ্রাম:– জঙ্গলমহলে বিজেপির খানিকটা উত্থান বাড়তি অক্সিজেন জুগিয়েছিল বঙ্গ বিজেপি নেতৃত্বকে। সেই উৎসাহকে সঙ্গী করে রাজ্য জয় করতে মরিয়া প্রচেষ্টা শুরু করেছে বিজেপি। কিন্তু এবার সেই জঙ্গলমহলেই ব্যাকফুটে যেতে হচ্ছে গেরুয়া শিবিরকে।জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় বিজেপি শিবির ক্রমশ ভেঙেই চলেছে।বুধবার আবারও ঝাড়গ্রাম জেলায় বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল।বিজেপির জোড়া ভাঙ্গন জঙ্গলমহলে।ঝাড়গ্রাম জেলার (বিনপুর-১) ব্লকের বেলাটিকরী অঞ্চলে বিজেপির প্রধান, মণ্ডল কমেটির সহ-সভাপতি এবং বিনপুর ব্লকের প্রাপ্তন মন্ডল সভাপতি-সম্পাদক, ঝাড়গ্রাম জেলার কিষান মোর্চার সদস্য ও বুথ নেতৃত্ব সহ ৫০০ জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, অপরদিকে ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ নম্বর ব্লকের হাড়দা অঞ্চলের একাধিক বিজেপির বুথ সভাপতি সহ ৩০০ জন সক্রিয় নেতা কর্মী সমর্থক বিজেপি ছেড়ে উন্নয়নের কর্মকাণ্ডে সামিল হয়ে দিদির হাতকে শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু, জেলা সভাপতি দুলাল মুর্মু এবং রাজ্য সম্পাদক ছত্রধর মাহাত সহ স্থানীয় নেতৃবৃন্দ।
জঙ্গলমহলেই ব্যাকফুটে যেতে হচ্ছে গেরুয়া শিবিরকে
বুধবার,০২/০৯/২০২০
860