শীলবতীর স্রোতে ভেঙ্গে গেল ধাদিকার ছোট ব্রিজ


বুধবার,০২/০৯/২০২০
657

পশ্চিম মেদিনীপুর:-বেশ কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে শীলাবতী নদীর জল বেড়ে যাওয়ায় কার্যত জলের শ্রোতে ভেঙ্গে গেলে ব্রিটিশ আমলে তৈরী হাওয়া পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত ধাদিকা ছোট ব্রীজ ৷বুধবার শীলাবতীর স্রোতের চাপে ভেঙ্গে যায় কংক্রিট ব্রীজটি ৷ জানা গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজ আমলে গড়বেতা ও বিষ্ণুপুর এলাকার সাথে সংযোগ রক্ষার্থে এই কংক্রীট ব্রীজ তৈরী করা হয়েছিল ৷ শীলবতি নদীর ওপরে তৈরী এই সেতু প্রথমে গুরুত্ব থাকলেও পরে পাশেই নতুন একটি বড়ো ব্রীজ তৈরী হয়ে যাওয়াতে উন্নত যোগাযোগ সম্ভব হয়েছিল ৷ গুরুত্ব হারিয়েছিল এই সেতু ৷পরে এই সেতুটিও সংস্কার করেছিল প্রশাসন ৷ কিন্তু পুর্নাঙ্গ সংস্করন না হওয়াতে ঝুঁকিপুর্ন অবস্থাতেই ছিল ৷ বুধবার ভোরে সেটি হঠাত্ ভেঙ্গে যায় ৷ অন্যান্য সময় চার চাকার গাড়িও যাতায়াত করেছে ৷ সৌভাগ্যক্রমে ঘটনার সময় ওই ব্রীজে কোনো গাড়ি ছিলনা ৷ তাই কারও কোনো ক্ষতি হয় নি ৷ তবে ইতিহাসের সময়ের এই স্মৃতি ক্ষতি হওয়াই যথেষ্ট শোক প্রকাশ করছে এলাকার মানুষজন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট