করোনায় যাদবপুরে দুঃস্থদের ভরসা শ্রমজীবী ক্যান্টিন


সোমবার,৩১/০৮/২০২০
710

কলকাতা : ১৫০ দিন অতিক্রান্ত হল যাদবপুর রান্নাঘরের। করোনা পরিস্থিতিতে দুঃস্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের সামনে সিপিএমের উদ্যোগে এই রান্নাঘরের সূচনা হয়েছিল। প্রতিদিন ৫০০ মানুষের হাতে তুলে দেওয়া হয় রান্না করা খাবার। ১৫০ দিন উপলক্ষে রবিবার ছিল বিশেষ মেনু। দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় পোলাও-আলুর দম। সিপিএম নেতা ফুয়াদ হালিম বলেন, এখনো পর্যন্ত করোনার কোন ওষুধ আবিষ্কার হয়নি। এরকম অবস্থায় করোনা প্রতিরোধে প্রতিটি মানুষের সঠিক খাবার জরুরি। কিন্তু বহু মানুষ কাজ হারিয়ে এখন চরম দূর্দশার মধ্যে পড়েছেন। সরকারের খাদ্য ভাণ্ডারে প্রচুর খাবার মজুত থাকলেও তা জনগণ পাচ্ছে না। সেই সময় এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়।

রান্নাঘরের ১৫০ দিন পূর্ণ উপলক্ষ্যে এদিন শ্রমজীবী ক্যান্টিনের সামনে ছিল গান বাজনার আয়োজন। হাজির ছিলেন সুশীল সমাজের মানুষজনও। অভিনেতা বাদশা মৈত্রও হাজির হয়েছিলেন আয়োজকদের আহ্বানে।

দুঃস্থ দরিদ্র মানুষদের সঙ্গে বিশিষ্টজনদের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান ঘিরে সাধারণের মধ্যে ছিল উন্মাদনা। সেই সঙ্গে ছিল করোননা প্রতিরোধের ডাক। করণা যুদ্ধে জয়ী হওয়ার আহ্বান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট