কবিতা: মোহভঙ্গ


শুক্রবার,২৮/০৮/২০২০
3479

মোহভঙ্গ
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

আবেগ ঘন মনে
নয়ন যুগল চেয়ে থাকে
চাতক,ঈগল যেন হার মানে।
দৃষ্টির অগোচরে ধরার সবকিছু
ব্যাতিক্রম প্রেমিকযুগল।
কৌতূহল ভরা যৌবনে
পাড়ি দেয় অভিসারে।
বন বাদাড় , পাহাড় পর্বত সমুদ্র
নগন্য তাদের অভিসারে।
যতই ছুটে অপূর্ণ থেকে যায়
মরীচিকার দিকে ছুটন্ত পথিকের মত করে।
বুক দুরু দুরু মন ভরে না আর কিছুতে।
অভাবে মনের জানালা খুলে
ধীরে ধীরে মোহভঙ্গ হয় তাদের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট