বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আবারো থ্রিজি-ফোরজি চালু


শুক্রবার,২৮/০৮/২০২০
867

ডেস্ক রিপোর্ট, ঢাকা: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক পুনরায় চালু করেছে মোবাইল অপারেটরগুলো। ২৮ আগস্ট শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা পেয়ে এসব সেবা চালু করা হয়।  বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন। ২০১৯ সালের ১০ সেপ্টেম্বরের পর থেকে সরকার নিরাপত্তা বিবেচনায় টেকনাফ ও উখিয়া এলাকায় মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা বন্ধ রাখে।  প্রায় এক বছর বন্ধ থাকার পর এসব এলাকায় পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালুর সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে গত ২৬ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দেয় বিটিআরসি। এদিকে, সরকারের এই  সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন।  একই সঙ্গে সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেও আখ্যায়িত করেছে সংস্থাটি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট