কবিতা: প্রতিবাদ


শুক্রবার,২৮/০৮/২০২০
3066

প্রতিবাদ
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

ধ্বজা উড়িয়ে
দৃপ্ত কন্ঠে গর্জে উঠো সব
উন্মুক্ত করে দ্বার।
কলম আজ শানিত তরবারি
ভগ্ন ধৈর্য্যের বাঁধ।
মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে
মুখে দাও শ্লোগান।
কর্মহারা অসহায় মানব
আজ সর্বশান্ত।
উদরে টান অভুক্ত সংসার।
অশ্রু চোখে খোকার মুখে
অভ্যুক্তের কথা
হৃদয় করে বিচলিত।
দৃপ্ত কন্ঠে দাও দেশ ভক্তির ডাক
ছিনিয়ে নিতে ক্ষমতা
দুষ্ট শাসক হতে।
মুষ্টি বদ্ধ হাত
উপরে তুলে
মুখে দাও শ্লোগান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট