কলকাতা : আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়াল সভায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, সেপ্টেম্বরে পড়ুয়াদের পরীক্ষা নেওয়া সম্ভব নয় । ভিডিয়ো বার্তায় মমতা বলেন, “গায়ের জোরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে ছাত্রছাত্রীরা সবথেকে বেশি বিপদগ্রস্ত হচ্ছে ৷” কেন পড়ুয়াদের বিপদে ফেলছে কেন্দ্রীয় সরকার সেই বিষয়েও প্রশ্ন তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে পড়াশোনা নিয়ে চিন্তায় পড়ুয়ারা ৷ JEE -NEET কবে হবে, কীভাবে হবে, সেই পরীক্ষা দিতে গিয়ে আবার আক্রান্ত হতে হবে কি না তা নিয়ে মানসিক ও শারীরিক চাপ তৈরি হয়েছে পড়ুয়াদের মধ্যে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে এখন যা পরিস্থিতি, তাতে এখন পরীক্ষা নেওয়ার কোনও প্রশ্নই নেই ৷ সেপ্টেম্বর মাসে কোনও পরীক্ষা হবে না ৷ পুজোর আগে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে ৷
সেপ্টেম্বরে পরীক্ষা সম্ভব নয়: মমতা
শুক্রবার,২৮/০৮/২০২০
653