সুবর্ণরেখা নদীতে ভেসে আসা আলমারি ঘিরে, রহস্য এলাকায় চাঞ্চল্য !


শুক্রবার,২৮/০৮/২০২০
1099

ঝাড়গ্রাম :- সুবর্ণরেখা নদীর জলে ভেসে এল আলমারি ও মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে! গোপীবল্লভপুর ২ নং ব্লকের চোরচিতা গ্রাম পঞ্চায়েতের বাঘাশুলি গ্রামে নদীর পাড়ে উঠে আসে আস্ত একটা স্টিলের আলমারি। যা দেখে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছড়ায়। সকলে মিলে আলমারিটিকে জল থেকে পাড়ে তুলে নিয়ে আসে। পাশাপাশি গোপীবল্লভপুরে জলে এক মৃতদেহ ভেসে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। যদিও মৃতদেহটি কার বা আলমারির মালিক কে তা জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে দুটি ক্ষেত্রেই।আলমারি খোলার কোনো মুখ না থাকার কারণে এটিকে ভাঙতে বা কাটতে ভয় করছেন তারা। আপাতত সেইভাবেই রয়েছে আলমারিটি। পরে প্রশাসন এসে যদি সেটির কোনও ব্যবস্থা করতে পারে সেই আশাতেই রয়েছে গ্রামবাসীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট