ঝাড়গ্রাম:-একটানা বৃষ্টির ফলে ডুলুং নদীতে জল বাড়ছে। জাম্বনী ব্লকের চিল্কীগড়ের কজওয়ের উপর দিয়ে বইছে জল। জল বেড়ে যাওয়ায় বুধবার থেকে জেলা শহরের সাথে গিধনীর যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অশঙ্কা দেখা দিচ্ছে। ফলে পণ্য পরিবহণ ও মানুষের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। জলের তীব্র গতি থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে। সব মিলিয়ে চিল্কিগড়ে কবে সেতু তৈরি হবে তা কেউ জানে না।
এদিকে নদীর জল সেতুর ওপরে উঠে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। গিধনি থেকে জেলা সদর ঝাড়গ্রামে আসতে অসুবিধা হচ্ছে গ্রামবাসীদের। অসুস্থ মানুষ জনকে ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতেও অসুবিধা হচ্ছে গ্রামবাসীদের। এক প্রকার নিদারুন কষ্টের মধ্যে রয়েছেন জামবনি ব্লকের হাজার হাজার মানুষজন।
চিল্কিগড়ে ডুলুং নদীর উপর সেতুর দাবি দীর্ঘদিনের।জামবনি ব্লকের চিল্কিগড়ে গত কয়েক দশক ধরে সেতুর দাবি রয়েছে। জামবনি ব্লক প্রশাসনের পক্ষ থেকে চিল্কিগড়ে নদীর দু পাশে কয়েক লক্ষ টাকা ব্যয়ে মাটি পরীক্ষার কাজ সম্পন্ন হয়। জামবনি ব্লকে মানুষের মনে আশা তৈরি হয়েছিল এবার হয়তো সত্যিই সেতু তৈরি হবে। সেই আশাও এখন বিশ বাঁও জলে।