ঝাড়গ্রাম:- করোনার কুসংস্কার ভাঙতে, আমজনতাকে সচেতন করতে ঝাড়গ্রাম জেলার গ্রামগঞ্জে এভাবেই পরিবেশিত হচ্ছে পথনাটক।গোপীবল্লভপুর-২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া, গোয়ালমারা ও গোপীবল্লভপুর-১ নম্বর ব্লকের হাতিবাড়ি মোড়ে পথনাটক পরিবেশন করা হয়। ঝাড়গ্রামের ব্যাড বয়েজ ফাউন্ডেশনের উদ্যোগে ও কুরকুট নাট্য সংস্থার সহায়তায় জেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে বাসিন্দাদের দেখানো হচ্ছে এই পথনাটক। করোনা নিয়ে এখনও একাংশও মানুষের মনে নানা ধরনের কুসংস্কার রয়েছে।করোনা আক্রান্তদের এবং সুস্থ হয়ে ফেরার পরেও তাঁদের অচ্ছুৎ করে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের গ্রামগঞ্জে নাটক নিয়ে হাজির হচ্ছেন ব্যাড বয়েজ-এর সদস্যরা। সংস্থার মুখ্য কর্মকর্তা দেবাংশু পাহাড়ি জানালেন, আমজনতাকে সচেতন করতে কুরকুট-এর সহযোগিতায় তাঁরা করোনা সচেতনতার কাজ শুরু করেছেন।
করোনার কুসংস্কার ভাঙতে, আমজনতাকে সচেতন করতে ঝাড়গ্রাম জেলার গ্রামগঞ্জে পথনাটক
বুধবার,২৬/০৮/২০২০
854