কলকাতা : বিশ্বভারতী কাণ্ডে রাজ্যপালের দ্বারস্থ হলেন বিজেপির বুদ্ধিজীবী সেলের সদস্যরা। মঙ্গলবার দুপুরে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করে বিশ্বভারতী কাণ্ডে যথোপযুক্ত তদন্তের দাবি জানান তারা। তৃণমূল কংগ্রেসের মদতে বিশ্বভারতীকে কালিমালিপ্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এদিন বিজেপি বুদ্ধিজীবী দলের সদস্যরা হাতে ব্যানার পোস্টার নিয়ে জড়ো হয়েছিলেন রাজভবনের সামনে। বিশ্বভারতীর ঘটনাকে ধিক্কার জানিয়ে স্বাক্ষর সংগ্রহ করেন তারা।
বিশ্বভারতী কাণ্ডে রাজ্যপালের দ্বারস্থ হলেন বিজেপির বুদ্ধিজীবী সেলের সদস্যরা
মঙ্গলবার,২৫/০৮/২০২০
810