মমতার কোপে দুই বর্ধমান


মঙ্গলবার,২৫/০৮/২০২০
931

কলকাতা : জেলা আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর অসন্তোষের মুখে পড়ল পূর্ব ও পশ্চিম বর্ধমান। কোরোনা আক্রান্তের পরিসংখ্যানে মুখ্যমন্ত্রী এই দুই জেলার পারফরমেন্সে ক্ষোভ প্রকাশ করেন। পূর্ব বর্ধমান রাজ্য সরকারের একাধিক প্রকল্প পিছিয়ে থাকা নিয়েও অসন্তোষ চেপে রাখেননি মমতা। কোথাও সড়ক তৈরি প্রকল্প তো কোথাও সাধারণ মানুষের কাছে ঠিক মত পৌঁছাচ্ছে না সরকারি প্রকল্প ৷ এই রকম একাধিক অভিযোগ করে পর্যালোচনা বৈঠকে দুই জেলা প্রশাসনের আধিকারিকদের ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রীর। সোমবার থেকে একাধিক জেলার আধিকারিকদের সঙ্গে নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠক করছেন মুখ্যমন্ত্রী ৷ আজ তার দ্বিতীয় দিনে জেলা ধরে ধরে কোরোনা পরিস্থিতি, সুস্থতার হার, মৃত্যুর হার নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ৷ কোন জেলায় সামাজিক দূরত্ব পালন ঠিকঠিক হচ্ছে বা কোন জেলায় হচ্ছে না তা জেলা প্রসাশনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ৷

যে সব জেলায় আক্রান্তের সংখ্যা বেশি সেখানকার আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চান মমতা । কোরোনা আক্রান্তের হারের দিক থেকে দ্বিতীয় দিনে শীর্ষস্থানে রয়েছে দুই বর্ধমান। আর তা নিয়েই মু্খ্যমন্ত্রীর কোপের মুখে পড়তে হয় এই দুই জেলার আধিকারিকদের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট