কলকাতা : আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন তথাগত রায়। বিজেপির প্রাক্তন এই রাজ্য সভাপতি গত 5 বছর পর্যায়ক্রমে ত্রিপুরা ও মেঘালয়ে রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন। কয়েকদিন আগেই তিনি সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সোমবার বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করলেন তথাগতবাবু। রাজ্য বিজেপির এই প্রাক্তন শীর্ষনেতা এদিন বলেন, আবার নতুন করে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণের বিষয় নিয়ে এদিন বিজয়বর্গীয়র সঙ্গে তার আলোচনা হয়েছে। একুশের নির্বাচনে কিভাবে বিজেপিকে জিতিয়ে আনা যাবে সে বিষয়টিও আলোচনায় উঠে আসে। তথাগত রায় বলেন 1990 সাল থেকে তিনি রাজনীতি করছেন। 2015 সাল পর্যন্ত সক্রিয় রাজনীতিতে ছিলেন। দলের দুর্বলতার বিষয় গুলি আলোচনায় উঠে এসেছিল। তথাগত রায় বলেন যেহেতু এখন করোনা পরিস্থিতি চলছে সে কারণে ভার্চুয়াল মিটিং তিনি শুরু করবেন।
আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন তথাগত রায়
সোমবার,২৪/০৮/২০২০
653