পশ্চিম মেদিনীপুর জেলার প্লাবিত এলাকাগুলি ঘুরে দেখলেন জেলাশাসক রেশমী কোমল

পশ্চিম মেদিনীপুর:-একটানা ভারী বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন নদীতে জল বাড়ছে। সেই সব নদীর জল কিছু কিছু এলাকায় ঢুকে বেশ কিছু গ্রামকে প্লাবিত করেছে। তাই সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমী কোমল, পুলিশ সুপার দিনেশ কুমার, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি ও জেলা প্রশাসনের আধিকারিকেরা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর, নাড়াজোল, পলাশপাই সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন এবং ওই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন। এরপর চন্দ্রকোনা,সুপা সহ কয়েকটি এলাকা ঘুরে দেখার পর জেলাশাসক রেশমী কোমল বলেন পলাশপাই এলাকায় পলাশপাই খালের উপর থাকা কন্যাশ্রী সেতু টি ভেঙে গিয়েছে, দ্রুত ওই সেতুটি মেরামত করার জন্য রাজ্য প্রশাসনের কাছে রিপোর্ট পাঠিয়েছি। সেই সঙ্গে তিনি বলেন পশ্চিম মেদিনীপুর জেলায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যদি ভারী বৃষ্টি হয় তাহলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবিলা করার জন্য যা প্রয়োজন তার সবই ব্যবস্থা করে রাখা হয়েছে। তিনি আরও বলেন যে ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর ও কেশপুর এলাকার ব্লক প্রশাসনকে প্লাবিত এলাকা গুলির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ধান চাষের প্রচুর ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ।

এরপর জেলাশাসক পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ও সবং ব্লকের প্লাবিত এলাকা ঘুরে দেখেন। সেখানে সাংসদ মানস ভুঁইয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি বলেন সোমবার জেলার প্লাবিতএলাকা ঘুরে দেখা হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে যদি ভারী বৃষ্টি হয় তাহলে বন্যা পরিস্থিতি তৈরি হবে ।তাই আগাম প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ব্লক থেকে পঞ্চাযেত সমিতি গুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আগাম নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে আমন ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে তাই বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি জেলা কৃষি দপ্তরের আধিকারিক কে জানাবেন বলে জানান।

admin

Share
Published by
admin

Recent Posts

শহরের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…

17 hours ago

৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…

17 hours ago

ডিসেম্বরে ভারতীয় পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের ২৬ হাজার কোটি টাকার লগ্নি

ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…

17 hours ago

আইএসএল: কেরালা ব্লাস্টার্সের দাপুটে জয়, মহামেডান স্পোর্টিং বিপাকে

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…

17 hours ago

৩৭তম বিষ্ণুপুর মেলা: মল্লভূমের ঐতিহ্যের উন্মোচন

বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…

17 hours ago

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…

17 hours ago