বাংলাদেশে উপনির্বাচনে প্রার্থী হবেন আলোচিত ভিপি নুর


সোমবার,২৪/০৮/২০২০
724

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ঢাকা১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেয়ার ইচ্ছা পোষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। তবে কোনো দলের হয়ে নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন এ বিষয়ে এখনও পূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, ঢাকা১৮ আসন থেকে নির্বাচন করতে চান তিনি তবে ভোট করার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তার সংগঠনে এ নিয়ে আলাপআলোচনা চলছে। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ঢাকার উত্তরাবিমানবন্দর সংযুক্ত এ আসনটি সব দলের জন্য গুরুত্বপূর্ণ। এই আসনে নির্বাচন করে সংসদে প্রতিনিধিত্ব করতে চান তরুণ নেতা নুর। ডাকসু ভিপি জানান, বর্তমানে দেশে গণতন্ত্র নেই। গোটা নির্বাচনী ব্যবস্থাই ভেঙে পড়েছে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। এ কারণে জনগণকে সম্পৃক্ত করে ভোটের দিন নির্বাচনী মাঠে থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গণজাগরণ ঘটাতে হবে। তিনি বলেন, ভোট যাই হোক, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে দেশে। সব দিক বিবেচনা করে নির্বাচনে একটি উৎসবমুখর পরিবেশ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্যই ঢাকা১৮ আসনে ভোট করতে চাই। কোনো রাজনৈতিক দলের সমর্থন নিয়ে ভোট করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ভিপি নুর বলেন, আমরা নিজেরাই রাজনৈতিক দল গঠন করার চেষ্টায় আছি। আমাদের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আছে সারা দেশে। যুব অধিকার পরিষদ আছে। একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট