৭৫ পল্লী দুর্গাপুজোর প্রাক সূচনায় কোভিড যোদ্ধাদের সম্মান


শনিবার,২২/০৮/২০২০
703

কলকাতা : করোনার বিরুদ্ধে বিশ্বজুড়ে লড়াই চলছে। লড়াই এই বাংলাতেও। আর তারই মধ্যে হাতছানি দিয়ে ডাকছে বাংলার শারদ উৎসব। করোনা প্রতিরোধে রাজ্যে সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউন যেমন জারি রয়েছে তেমনি অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে চলার বার্তাও প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। এরকম এক সন্ধিক্ষণে করোনা যোদ্ধাদের সংবর্ধনা জানিয়ে ভবানীপুর 75 পল্লী দুর্গা পুজোর প্রাক সূচনা হয়ে গেল শনিবার। এদিন পুজো প্রাঙ্গণে খুঁটিপুজোর সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম, পুজোর অন্যতম কর্তা মদন মিত্র, কার্তিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আর মদন মিত্র বললেন মা দুর্গার আগমনী যত এগিয়ে আসবে রাজ্য থেকে করোনা দূর হবে। করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতবই।

75 পল্লী দুর্গা পুজোয় প্রতিবছরই ভাবনায় থাকে অভিনবত্ব। এবছর করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের বিষয়ই মূল ভাবনা, জানালেন শিল্পী। গণেশ চতুর্থীর দিন খুঁটিপুজো এবং সেইসঙ্গে করোনা যোদ্ধাদের সংবর্ধনা জানানো। যারা নিজের জীবনকে বাজি রেখে এই করোনা যুদ্ধে সামিল হয়েছেন তাদেরকে স্বগত জানিয়ে মা দুর্গার আগমনীকে বরণ করা – জানালেন পুজোর কর্তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট