রেলের আন্ডারপাসের উপরে কংসাবতী ক্যানালের পাড় ভেঙে বানভাসি হল ঝাড়গ্রামের ঝাড়াগেড়িয়া


শনিবার,২২/০৮/২০২০
762

ঝাড়গ্রাম:– রেলের আন্ডারপাসের উপরে কংসাবতী ক্যানালের পাড় ভেঙে বানভাসি হল ঝাড়গ্রামের ঝাড়াগেড়িয়া এলাকা। বৃহস্পতিবার বিকেলে ক্যানেলের ওভারহেড গার্ডওয়ালে ফাটল ধরে যায়। প্রবল বেগে জল ঢোকে এলাকায়। এলাকা জলমগ্ন হয়ে যায়।জানা গিয়েছে, এলাকার প্রায় দুশো বিঘে চাষের জমি জলমগ্ন হয়ে গিয়েছে। ঝাড়াগেড়িয়ার নিচুপাড়ায় ৮টি আদিবাসী পরিবারের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।এদিন তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক আর্য ঘোষ শুকনাে খাবার, সাবান ও জামাকাপড় নিয়ে হাজির হন ঝাড়াগেড়িয়া গ্রামের আদিবাসী নিচু পাড়ায়।”ক্ষতিগ্রস্ত ৮টি আদিবাসী পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়ে আর্য তাঁদের বলেন, রাজ্যের জননেত্রীর তরফ থেকে আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। কোনও সমস্যা হলে আমাদের জানাবেন। আমরা হাজির হয়ে যাব।

অপরদিকে ঝাড়াগেড়িয়ায় জলে প্লাবিত বাড়ি গুলির পাশে গিয়ে গতকাল পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত_মাহাত মহাশয় । সেই মোতাবেক আজ তিনি কিছু ত্রাণ সামগ্রী তুলে দিলেন সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এবং পুনরায় তিনি সেই সমস্ত পরিবারগুলিকে আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দেন । সাথে ছিলেন ঝাড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ মাহাত , রাধানগর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অশোক মাহাত, পঞ্চায়েত সমিতির সদস্যা চিন্ময়ী মারান্ডি ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট