ঝাড়গ্রাম: করোনা অতিমারীর মাঝেও গনেশ পুজোতে থিমের ছোঁয়া বেলিয়াবেড়াতে। শনিবার গনেশ পুজো উপলক্ষ্যে ঝাড়গ্রাম জেলার প্রতিটি জায়গাতেই হচ্ছে গনেশ পুজো। প্রতিটি জায়গাতেই হবে শুধু নিয়ম রক্ষার পুজো। ঠিক সেইমতো গোপীবল্লভপুর ২নং ব্লকের বেলিয়াবেড়াতেও হচ্ছে গনেশ পুজো। বাঘেশ্বর নতুন ডিহি ক্লাবের উদ্যোগে হয় এই পুজো। এবছর থিমের ভাবনায় “কুঁড়েঘর”। ৩য়বছরে পা দিল এবছরের গনেশ পুজো। পুজো কমিটির সদস্য স্বরূপ পাত্র, কৃষ্ণ দন্ডপাট’রা বলেন, “আমরা নিজেরা ক্লাবের সদস্যরা মিলেই প্যান্ডেল তৈরি করেছি। এবছর করোনা পরিস্থিতির জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে, মাস্ক পরে, স্বাস্থ্য বিধি মেনে, জমায়েত না করেই হবে পুজো।”অপরদিকে গোপীবল্লভপুর ২নং ব্লকের রান্টুয়াতেও হচ্ছে গনেশ পুজো। রান্টুয়া বাজার কমিটির উদ্যোগে হয় এই পুজো। এবছরে পূজোয় তাদের মূল আকর্ষণ থাকছে চটের তৈরি গনেশ মূর্তি। প্রথম বছরে পা দিল এবছরের গনেশ পুজো।
করোনা অতিমারীর মাঝেও গনেশ পুজোতে থিমের ছোঁয়া
শনিবার,২২/০৮/২০২০
607