বেড়ে চলেছে করণা আক্রান্তের সংখ্যা, কপালে ভাঁজ পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসনের


শনিবার,২২/০৮/২০২০
1048

পশ্চিম মেদিনীপুর:-সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তে ক্রমেই বেড়ে চলেছে করণা আক্রান্তের সংখ্যা। জানিয়ে ইতিমধ্যেই কপালে ভাঁজ পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসনের, ইতিমধ্যেই করোনা পরিস্থিতির মোকাবেলা করতে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। সেই বিষয়ে শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৈঠক করেন রাজ্য স্বাস্থ্য ভবনের করোনা ও এস ডি ডা. গোপাল কৃষ্ণ ঢালী। সাথে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মন্ডল, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারঙ্গী, মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু।

গোপাল কৃষ্ণ ঢালী বললেন, করনা আক্রান্তদের পরিষেবা দেওয়ার জন্য কর্মরত চিকিৎসকদের পাশাপাশি মেডিকেল কলেজের সম্পূর্ণ সাপোর্ট প্রয়োজন রয়েছে। এছাড়াও যেসব আক্রান্ত রোগীদের শরীরে কোন উপসর্গ নেই সেইসব রোগীদের আইসোলেশনে রাখার নির্দেশ দিলেন রাজ্য স্বাস্থ্য ভবনের করোনা ও এস ডি ডা. গোপাল কৃষ্ণ ঢালী, এখানেই শেষ নয় তিনি আরো বলেন যেসব আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা খুব ভালো নয় সেইসব রোগীকে চিহ্নিত করে তাদের উপর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে স্বাস্থ্য দপ্তর এর পক্ষ থেকে, উপসর্গবিহীন আক্রান্ত দের বাড়িতে থাকার পরামর্শ দিলেন তিনি পাশাপাশি এই বিষয় নিয়েও স্পষ্ট করেন যে এই মহামারী ভাইরাস মানুষের কোন ক্ষতি করতে পারবে না সেই নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে প্রশাসনের আধিকারিকদের, মূলত মহামারী ভাইরাস থেকে কিভাবে জেলা বাসীকে রক্ষা করা যায় এবং আরো কি কি পদক্ষেপ নেয়া দরকার সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট