খড়গপুরে বিজেপি দল ছেড়ে উপ প্রধান সহ দুই হাজার কর্মী যোগদান করলো তৃণমূল কংগ্রেসে


শনিবার,২২/০৮/২০২০
946

পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এক নম্বর ব্লকের রুপনারায়ণপুরে শনিবার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ওই সম্মেলনে খড়গপুর এক ব্লকের বিজেপি পরিচালিত হরিয়াতাড়া অঞ্চলের উপপ্রধান চন্ডী মুর্মু, বিজেপির খড়গপুর এক ব্লকের মহিলা মোর্চার সভানেত্রী সুলেখা প্রধান ও বিজেপি নেতা অসীম কপাটের নেতৃত্বে প্রায় দুই হাজার কর্মী বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি, বিধায়ক দিনেন রায়, তৃণমূল কংগ্রেসের নেতা নির্মল ঘোষ ও গোপাল সাহা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর অজিত মাইতি বলেন আপনারা দলের হয়ে কাজ করুন, দলে আপনারা যোগ্য সম্মান পাবেন ।

সেই সঙ্গে তিনি বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন আর ফ্রণ্ট ফুটে নয়, এবার ব্যাক ফুটে খেলতে হবে দিলীপ ঘোষকে। মানুষ মিথ্যাবাদী দিলীপ ঘোষকে আর বিশ্বাস করে না । তাই বিজেপি দল ছেড়ে দলে দলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের কাজে শামিল হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তিনি আরো বলেন যে আগামী এক মাসে বিজেপি কে দূরবীন দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় খুঁজতে হবে, তখন দীলিপবাবু কোথাও যাওয়ার রাস্তা খুঁজে পাবেন না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট