বঙ্গোপসাগরে 23 – 24 তারিখ নাগাদ আবার নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, ভারী বৃষ্টির পূর্বাভাস


শুক্রবার,২১/০৮/২০২০
1313

বঙ্গোপসাগরে 23 – 24 তারিখ নাগাদ আবার নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত 17 তারিখ থেকে গাঙ্গেয় উপকূলসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার দুপুরের পর থেকে আগামীকাল পর্যন্ত তা কিছুটা কমলেও এই নতুন নিম্নচাপের প্রভাবে ভারী ও মাঝারি বৃষ্টিপাত হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছেন। আগামীর ২৪,২৫ ও ২৬ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নতুন নিম্নচাপের প্রভাবে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। সমুদ্র উপকূলবর্তী জেলা দক্ষিন 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ো হাওয়া বইবে। গত 17 তারিখ থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে এই টানা বৃষ্টির জেরে নিম্নবর্তী এলাকাগুলিতে জলমগ্ন হওয়ার সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে কলকাতা মহানগরীও জলমগ্ন হওয়ার আশঙ্কার কথা শোনানো হয়েছে।

https://youtu.be/inm5ho4E6Os

বঙ্গোপসাগরে ফের জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে চলছে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলের জেলাগুলোতে বইছে ঝোড়ো হাওয়া। দীঘা, মন্দারমণি-সহ সমুদ্র সৈকতগুলিতে জারি হয়েছে সর্তকতা। আগামী ২৬ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট