দীঘা উপকূলজুড়ে ব্যাপকহারে জলোচ্ছ্বাস


শুক্রবার,২১/০৮/২০২০
687

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ..ইতিমধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। অমাবস্যা কটাল ও নিম্নচাপ এর দরুন রাতভর টানা বৃষ্টি সঙ্গে পুবালি বাতাসের ঝাপটা এর প্রভাবে দীঘা উপকূলজুড়ে ব্যাপকহারে জলোচ্ছ্বাস। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে উত্তাল সমুদ্র। বছরের এই প্রথম সকালের জোয়ারের সময় দীঘার গাড়োয়াল টপকে জল ঢুকে পড়ছে দীঘা শহরের বুকে । জলে থৈ থৈ করছে দীঘা ।একদিকে টানা বৃষ্টির ফলে জমে থাকা জল অপরদিকে গার্ডওয়াল টপকে ডুকছে সমুদ্রের জল।এর ফলে সমুদ্র তীরবর্তী এলাকার জলে জলময়। সমুদ্র তীরবর্তী এলাকায় চলছে প্রশাসনিক নজরদারি। কোনো পর্যটক কে সমুদ্রের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না। দিঘার পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকা তাজপুর, চাঁদপুর, জলদা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ।গত 6 আগস্ট এর মত জলোচ্ছ্বাস এর প্রভাবে সমুদ্র তীরবর্তী কোস্টাল রোডওয়ে ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে । বোল্ডার সরিয়ে জল ঢুকছে গ্রামে । এর ফলে এলাকায় প্রভূত ক্ষতি হওয়ার আশঙ্কা ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট