মন্দিরে চুরি করতে দুষ্কৃতীরা, ঘটনাস্থলে পুলিশ


বৃহস্পতিবার,২০/০৮/২০২০
680

পশ্চিম মেদিনীপুর:-বহু চেষ্টার করেও মন্দিরে চুরি করতে ব্যর্থ দুষ্কৃতীরা,ঘটনাস্থলে পুলিশ, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ১০ নম্বর অঞ্চলের কর্ণগড় মা মহামায়া মন্দিরে,স্থানীয় সূত্রে ও মন্দির কমিটি সূত্রে জানা যায় বুধবার রাতে বেশ কিছু দুষ্কৃতী ৩০০ বছরের পুরনো মা মহামায়া র মন্দিরের মূল দরজা ভাঙার পর দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করে,এরপর ভিতরে প্রবেশ করার পর যোগমায়ার মন্দিরের তালা ভাঙ্গা হয় এবং সেখানে কিছু না করতে পেরে মা মহামায়া মন্দিরে আরেকটি তালা ভাঙতে ব্যর্থ হয় দুষ্কৃতীরা, বৃহস্পতিবার সকাল নাগাদ স্থানীয় বাসিন্দা ও মন্দির কমিটির লোকজনের নজরে আসে এই দৃশ্য, সাথে সাথেই খবর দেওয়া হয় শালবনি থানার পুলিশকে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে, যদিও মন্দির কমিটির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে মন্দিরের নিরাপত্তা দাবি জানায়,অন্যদিকে এই ঘটনার যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

 

https://youtu.be/uIzmmVuek80

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট