পশ্চিম মেদিনীপুর:-দু দিনের টানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ও নারায়ণগড় ব্লকের বেশ কিছু এলাকা। নদী ও খালের জল গিয়ে পৌঁছল বসতি এলাকায় ও পথ চলতি রাস্তায়। তারই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে গ্রামবাসীদের যাচাযাত। জলের তরে ডুবে গিয়েছে খাকুড়দার হাট-বাজার,ভেঙে পড়েছে অধিকাংশই হাট-বাজার বসার জায়গা,ফলে কার্যত বহু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গ্রামবাসীদের, তার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্রামের কাঁচা বাড়িগুলির, এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ এমনটাই জানান এক গ্রামের যুবক,তবে আগামী দিনে প্রশাসনের কতটা সুযোগ-সুবিধা পাওয়া যাবে তা নিয়েও নজর থাকবে আমাদের। সবমিলিয়ে কার্যত জলমগ্ন এর কারণে বহু সমস্যার মুখে দুই ব্লকের অধিকাংশ গ্রামের মানুষ।
দু দিনের টানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ও নারায়ণগড় ব্লক
বৃহস্পতিবার,২০/০৮/২০২০
616