কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভার। দেখা নেই রোদের। কোথাও ঝিরিঝিরি আবার কোথাও দু’এক পশলা, সপ্তাহের শুরুতেই বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার তৈরি হতে পারে নিম্নচাপ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। নিম্নচাপের জেরে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বাড়বে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও দু’এক পশলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।