করোনা যোদ্ধাদের স্বাধীনতা দিবসের পুণ্য লগ্নে সম্মান জানানো হলো


শনিবার,১৫/০৮/২০২০
793

কলকাতা: করোনা পরিস্থিতিতে মানুষের দিশেহারা অবস্থা। আর এই পরিস্থিতিতে একশ্রেণীর মানুষের মানবিকতাও হারিয়ে যাচ্ছে। কেউ করোনা আক্রান্ত খবর পেলেই তাদেরকে অচ্ছুৎ করে দেবার জোগাড়! এরই মধ্যে ওঁরা লড়াই করছেন। বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন। তোয়াক্কা করছেন না কোনো ভয়-ভীতি, মৃত্যুর আশঙ্কা। কেউ করোনা রোগীকে বাঁচাতে অ্যাম্বুলেন্সে তুলে ছুটে চলেছেন হাসপাতালে আবার কেউ করোনায় মৃত কোন ব্যাক্তিকে সৎকার করতে দেহ নিয়ে যাচ্ছেন শ্মশানে বা চুল্লিতে। এইসব করোনা যোদ্ধাদের স্বাধীনতা দিবসের পুণ্য লগ্নে সম্মান জানানো হলো। জাতীয় পতাকা হাতে নিয়ে এই পুণ্যদিনে সম্মানিত হতে পেরে খুশি ওঁরা।

এখন করোনাকে পরাস্ত করার লড়াই শুরু হয়েছে। সেই লড়াইয়ের সৈনিক চিকিৎসক নার্স থেকে শ্মশান কর্মী বা অ্যাম্বুলেন্স চালক।
দক্ষিণ কলকাতার ত্রিধারার পক্ষ থেকে ভারতের 74 তম স্বাধীনতা দিবসে সম্মান জানানো হল তাদেরকেই।

এবারের স্বাধীনতা দিবস যেন সেই বার্তাই বয়ে আনল, “আমরা করবো জয়, নিশ্চয়।” ত্রিধারা তুলে ধরল তাদেরকেই যাঁরা থেকে যায় ব্রাত্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট