৭৪ তম স্বাধীনতা দিবসে আরেকটা নতুন লড়াই লড়ার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম


শনিবার,১৫/০৮/২০২০
856

কলকাতা: ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে আরেকটা নতুন লড়াই লড়ার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। আর সেই লড়াই সংগঠিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। 2021 সালে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই লড়াই গোটা দেশে ছড়িয়ে পড়বে। এই লড়াই হবে ধর্মনিরপেক্ষতার দাবিতে, ধর্মান্ধতার বিরুদ্ধে। মহাকরণের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে এমনটাই জানালেন ফিরহাদ হাকিম।

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে এদিন সোচ্চার ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী কোন একটি বিশেষ ধর্মের হতে পারে না। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। সংবিধান স্বীকৃত এই সত্যকে মাথায় রাখতে হবে। এদিন মহাকরণের সামনে বিনয়-বাদল-দীনেশ এর মূর্তিতে এবং বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ফিরহাদ হাকিম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট