বাংলাদেশে খেলনার পরিবর্তে আসলো ৭০ টন পোস্তাদানা


শুক্রবার,১৪/০৮/২০২০
867

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মিথ্যা ঘোষণা দিয়ে মোংলা বন্দরে আমদানি নিষিদ্ধ প্রায় ১৭ কোটি টাকা মূল্যের ৪ কন্টেইনারে ৭০ মেট্রিক টন পোস্তদানা (আফিমের উপকরণ) আমদানি করেছে ঢাকার চকবাজারের দুটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুইটি হচ্ছেমের্সাস তাজ ট্রেডিং ও মের্সাস আয়েশা ট্রেডার্স। টেনিস বল ও খেলনা সামগ্রীর পরিবর্তে আমদানি করা পোস্তাদানা বন্দরে খালাসের পর গোপন খবরে মোংলা কাস্টমস কর্তৃপক্ষ জানতে পেরে তা জব্দ করেছে। কাস্টমসের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে কাস্টমস কর্তৃপক্ষ মোংলা বন্দরের ২ নম্বর কন্টেইনার ইয়ার্ডে থাকা ৪টি কন্টেইনার ওপেন করেন। এসময় দেখা যায়, সেগুলোর মধ্যে ঘোষণা বহির্ভূত পণ্য আনা হয়েছে। ২০ ফুট দৈর্ঘ্যের এই ৪টি কন্টেইনারে ফুটবল, টেনিস বল ও স্নোস্প্রে আনার ঘোষণা ছিল আমদানিকারক প্রতিষ্ঠানের। আমদানিকারকেরা ঘোষণা অনুযায়ী প্রতিটি কন্টেইনারে পণ্যের ওজন দেওয়া ছিল ৫ টন। সেখানে প্রতিটি কন্টেইনারে ১৭ থেকে ২০ মেট্রিক টন পোস্তদানা আনা হয়। কন্টেইনারের ওজন পরিমাপ করতে গিয়ে ঘোষণার সাথে মিল না থাকায় সন্দেহ হয় কাস্টমস কর্তৃপক্ষের। এরপর সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে কন্টেইনার ৪টি ওপেন করা হয়।

ওপেন করা মাত্র বেরিয়ে আসে ঘোষণা বর্হিভূত নিষিদ্ধ আমদানী পণ্য পোস্তদানা। কন্টেইনারে আনা প্রতিটি বস্তায় ২৫ কেজি করে পোস্তদানা রয়েছে। প্রতিকেজি পোস্তা দানার মূল্য দুই থেকে আড়াই হাজার টাকা বলে জানান কাস্টমসের এক কর্মকর্তা। তিনি আরো জানান, এসব পোস্তাদানার মূল্য ১৬ থেকে ১৭ কোটি টাকা হতে পারে। সাইপ্রাস পতাকাবাহী জাহাজ এমভি স্যানজোর্জিও ৩১৭টি কন্টেইনার নিয়ে গত ১০ আগস্ট মোংলা বন্দরে এসে পণ্য খালাস করে। ওই জাহাজটির স্থানীয় এজেন্ট ওসেন ট্রেড লিমিটেড। মোংলা কাস্টমস কমিশনার হোসেন আহমদ জানান, তার কাছে আগাম তথ্য ছিল মোংলা পোটে ৪টি কন্টেইনারে অবৈধ পণ্য আমদানী করা হয়েছে। অবৈধ পণ্যের মধ্যে থাকতে পারে হুইস্কি  সিগারেট ও আফিম ইত্যাদি। এ খবর পেয়ে কমিশনার সংশ্লিষ্টদের সাথে নিয়ে কন্টেইনারগুলো চিহ্নিত করে পাহারায় রেখে সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিত রেখে ১৩ আগস্ট বৃহস্পতিবার কন্টেইনার ওপেন করলে পোস্তদানা বের হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, আইনিজটিলতাদূরকরেআগামীরবিবারমামলাহতেপারে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট