সাফল্যকে সামনে রেখে প্রতিবছর 14 ই আগস্ট পালিত হয় কন্যাশ্রী দিবস


শুক্রবার,১৪/০৮/২০২০
905

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। 14 ই আগস্ট দিনটিতে মিলেছিল তার আন্তর্জাতিক স্বীকৃতি। সেই সাফল্যকে সামনে রেখে প্রতিবছর 14 ই আগস্ট পালিত হয় কন্যাশ্রী দিবস। গত ছ’বছর এই দিনে জেলার বিভিন্ন প্রান্তের কণ্যাশ্রীদের মহানগরীতে এনে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের পক্ষ থেকে উদযাপন করা হত দিনটিকে। কিন্তু সপ্তম বর্ষে করোনা আবহের জেরে আড়ম্বরতা ছিল না। তব ছিল বার্তা। উত্তরনের আলোয় আলোকিত হওয়ার বার্তা। ৬৭ লক্ষেরও বেশি কণ্যাশ্রীর কাছে এসএমএস-এর মাধ্যমে পৌঁছেছে সেই বার্তা। আর কণ্যাশ্রীরা বলছে “আমরা দ্বায়িত্বশীল কণ্যাশ্রী, করোনা সচেতনতা ও বাল্যবিবাহ রোধে নিয়েছি কাঁধে দ্বায়িত্ব।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট