লকডাউনে ব্যাঙ্ক গ্রাহক পরিষেবা ব্যাহত হয় না !


শুক্রবার,১৪/০৮/২০২০
751

আগামী ২৮ আগষ্টের সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করেছে রাজ্য সরকার। 28 আগস্ট সম্পূর্ণ লকডাউন হলে পর পর 5 দিন ব্যাংক বন্ধ থাকবে এমন একটা যুক্তি বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। তবে এ ধরনের যুক্তিকে সম্পূর্ণ খারিজ করে দিলেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক সঞ্জয় দাস। তিনি বলেন, লকডাউন এর সঙ্গে গ্রাহক পরিষেবা ব্যাহত হওয়ার কোন যুক্তি নেই। বর্তমানে রাষ্ট্রয়ত্ত ব্যাংকগুলোতে অনলাইন পরিষেবার উপর জোর দেয়া হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে বর্ষিয়ান নাগরিকদের কাছে বারংবার আবেদন রাখা হচ্ছে তারা যেন ব্যাংকে না এসে অনলাইন পরিষেবার সুবিধা নেন। ব্যাংক বন্ধ থাকলে এটিএম গুলিতে পর্যাপ্ত পরিমাণ টাকা মজুত রাখা হচ্ছে যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়েন।

লকডাউনের মধ্যেও রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক ছিল বলে দাবি অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের। যেহেতু করোনা প্রতিহত করাই সবার লক্ষ্য সে কথা মাথায় রেখে কমপ্লিট লকডাউে ব্যাঙ্ক বন্ধের আর্জি জানিয়েছিলেন তাঁরা, দাবি সঞ্জয়বাবুর। এর সঙ্গে টানা পাঁচদিন ব্যাঙ্ক বন্ধের কোন সম্পর্ক নেই বলে মনে করেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট