নোটিশ জারি -14 আগস্টের মধ্যে স্কুল ফি-র 80 শতাংশ পরিশোধ করতে হবে


শুক্রবার,১৪/০৮/২০২০
720

কলকাতা: 14 আগস্টের মধ্যে স্কুল ফি-র 80 শতাংশ পরিশোধ করতে হবে। এই মর্মে নোটিশ জারি হয় উত্তর কলকাতার শিক্ষা সদন স্কুলে। এই নোটিশ এর প্রতিবাদে শুক্রবার সকালে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাদের বক্তব্য হঠাৎ করে এমন নোটিশ দেওয়ায় বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে এই কম সময়ে 80% ফি পরিশোধ করা সম্ভব নয়। তারা দাবি জানান স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে এই নোটিশ প্রত্যাহার করতে হবে। নোটিশ প্রত্যাহারের আশ্বাস না পেলে বিক্ষোভ চলবে বলে হুশিয়ারি দেন অভিভাবকরা। এ ঘটনায় ওই স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ ঘোষণা করে অভিভাবকদের পক্ষে যেটুকু ফি দেওয়া সম্ভব তা দিলেই চলবে। বাকিটা পরে পরিশোধ করলে চলবে। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তোলেন অভিবাবকরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট