কলকাতা: জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করার প্রতিবাদে গর্জে উঠল এসএফআই। এদিন গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি ও মিছিল করে এই শিক্ষানীতির প্রতিবাদ জানাই এসএফআইয়ের কর্মী-সমর্থকরা। কলেজ স্ট্রিটে জাতীয় শিক্ষা নীতির প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন এসএফআইয়ের নেতাকর্মীরা। সেই সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর এর চূড়ান্ত ফলাফল অবিলম্বে প্রকাশের দাবি জানানো হয়।
https://youtu.be/V1yn0zXEt6A