করোনা আবহের মধ্যেই আজ দেশের দশ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সেই বৈঠকে পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যকে আরো বেশি সংখ্যায় করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।সেই বৈঠকে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের করোনা পরিস্থিতির কথা বর্ননা করেছেন।
সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে,আজ বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,রাজ্য করোনা আক্রান্ত হয়ে যার মারা যাচ্ছেন,তার মধ্যে ৮৯ শতাংশই কো-মরবিডিটির কারনে।দেশের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম করোনা মৃত্যুর ক্ষেত্রে কো-মরবিডিটি-র কথা বলেছিল।এখন দেখা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে সম্পূর্ণ বিনামূল্যে করোনা চিকিৎসা হচ্ছে।সরকার উদ্যোগী হয়ে করোনা ওয়ারিয়র ক্লাব তৈরী করেছে।
এর সাথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,রাজ্যে উপসর্গহীন করোনা রোগীদের জন্য সেফ হোম চালু করা হয়েছে।যেখানে ৭ হাজার বেড রয়েছে।রাজ্যের সমস্ত হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা করছে।সরকার রাজ্যজুড়ে টেলিমেডিসিন পরিষেবা ও কাউন্সিলিং পরিষেবা চালু করেছে।
তবে কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা টাকার প্রসঙ্গও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন,রাজ্য সরকার জিএসটি বাবদ প্রায় ৪ হাজার ১৩৫ কোটি টাকা ও ৫৩ হাজার কোটি টাকা কেন্দ্রের থেকে পাওনা আছে।কেন্দ্র সরকারের কাছ থেকে রাজ্যে ভেল্টিলেটর পাঠানোর দাবিও তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।