Categories: রাজ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

করোনা সংক্রমণ বেলাগাম অবস্থা। আগস্ট মাসের শুরু থেকে প্রতিদিন গড়ে ৬০ হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী মোট ১০টি রাজ্যে সংক্রমনের হার বিপজ্জনক। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় এই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে ১০ টায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন তিনি। এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও অংশ নিয়েছেন।

করোনা পরিস্থিতির শুরু থেকেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্য সবকটি বৈঠকে অংশ নেননি। ‘আনলক’ পর্ব শুরু হওয়ার পরে প্রধানমন্ত্রী গত ১৬ ও ১৭ জুন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসনের কোনও কর্তা সেই বৈঠকে যোগ দেননি। এদিন ভার্চুয়াল বৈঠকে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছেন।

মৃত্যুর নিরিখে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও মালদহ দেশের হটস্পট জেলার মধ্যে রয়েছে। ফলে মঙ্গলবারের বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, তেলঙ্গানা, বিহার, গুজরাট ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা অংশ নিয়েছেন।

admin

Share
Published by
admin

Recent Posts

আন্দোলনের নামে পুড়ে ছাই বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড “জলের গান”

'বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি/ শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক…

1 month ago

বাংলাদেশ : মাথায় রাখতে হবে ঘুমন্ত সব রা*ক্ষস এখন জেগে উঠবে

মুহাম্মদ হোসাইন: একটা বিষয় পরিষ্কার বলে দেই। পাবলিক ভার্সিটির কোটা বিরোধী আন্দোলন নিয়ে সাধারণ জনগনের…

1 month ago

ছেলের হাতে খুন “মা”, ঘটনার জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য

ছেলের হাতে মা খুন, প্লাস্টিক মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রাখলো ছেলে। রাতেই মহিলার রক্তাক্ত দেহ…

1 month ago

AIIFA টেকসই স্টিল উৎপাদক সমিতি কলকাতায় একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করলো

কলকাতা: এআইআইএফএ টেকসই স্টিল উৎপাদক সমিতি, যা সেকেন্ডারি স্টিল শিল্পের অনন্য কণ্ঠস্বর, আজ কলকাতার দ্য…

1 month ago

মগরাহাটে গুলিবিদ্ধ ব্যবসায়ী, ৭ লক্ষ টাকা লুঠ

দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটে এক ব্যবসায়ীকে গুলি করে সর্বস্ব লুট করে চম্পট দুষ্কৃতী দলের।…

2 months ago

২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু, সভাস্থল পরিদর্শনে তৃণমূল নেতারা

শুধু শহীদ স্মরণ নয়, লোকসভা নির্বাচনে বিরাট সাফল্যের পর রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর সমাবেশ। একুশে জুলাই…

2 months ago