ঝাড়গ্রামে একদিনে নতুন করে আক্রান্ত ১৯ জন, বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা


মঙ্গলবার,১১/০৮/২০২০
1058

ঝাড়গ্রাম:– ঝাড়গ্রাম জেলায় নতুন করে ফের ১৯ জনের করোনা পজেটিভের হদিশ মিলল। ৯ আগস্ট রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ফের ১৯ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে গত ৮ আগস্ট পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট। এ নিয়ে ঝাড়গ্রাম জেলায় সরকারি ভাবে মোট ৭৯ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ৩৬ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল, তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম ৪৩ জেলায় মোট জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে। ঝাড়গ্রাম জেলায় নতুন করে যে ১৯ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে, তার মধ্যে খোদ ঝাড়গ্রাম শহর, বিনপুর-১ নং ব্লক,সাঁকরাইল ব্লক, গোপীবল্লভপুর – ২ নং ব্লক, নয়াগ্রাম ব্লকে আক্রান্তরা রয়েছেন।

ঝাড়গ্রামে বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। এদিন সন্ধ্যের দিকে ঝাড়গ্রাম শহরের ৯ ও ৭ নম্বর ওয়ার্ডের (নতুনডিহি ও বাছুরডোবা) বেশ কিছু এলাকা কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড করা হল ঝাড়গ্রাম জেলা প্রশাসনের তরফ থেকে। ৯ নম্বর ওয়ার্ডের পন্যবিথি মোড় থেকে পেট্রোল পাম্প পর্যন্ত, অন্যদিকে ৭ নম্বর ওয়ার্ডের দও সাইকেল স্টোর মোড় থেকে, পৌর মার্কেট ও লেভেল ক্রসিং পুরো এলাকাকে গন্ডিবদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে । এলাকায় ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে । আগামী ১৬ ই আগস্ট পর্যন্ত গন্ডিবদ্ধ এলাকায় লকডাউন চলবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট