ঝাড়গ্রামে ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস পালন


মঙ্গলবার,১১/০৮/২০২০
688

ঝাড়গ্রাম:– দেশের জন্য আত্মবলিদানের অগ্নিকুণ্ডে যখন হাজার হাজার তরুণের দল ঝাঁপিয়ে পড়েছে, তখন বাংলা দেখেছে এক ১৮ বছরের তরতাজা প্রাণের নির্ভিক রূপ। বাংলা দেখেছে ক্ষুদিরাম বসুকে। গোটা ভারত দেখেছে স্বাধীনতার লড়াইয়ে এক যুবকের আত্মবলিদান। ১১ অগাস্ট ১৯০৮ সাল, ব্রিটিশ শাসকের ফাঁসির আদেশে দেশের জন্য আত্মবলিদান করেন ক্ষুদিরাম বসু।

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঘোড়াধরা জেলখানার মোড় এলাকায় মঙ্গলবার শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস পালন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ঘনেশ্যাম সিংহ সহ তৃণমূলের নেতৃবৃন্দ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ অগ্নি শিশু ক্ষুদিরাম বসুর মূর্তিতে ফুলের মালা দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করে তার আত্মবলিদান দিবস পালন করে।অপরদিকে এসইউসিআই দলের ঝাড়গ্ৰাম লোকাল কমিটির পক্ষ থেকে মঙ্গলবার ঝাড়গ্ৰাম শহরের পাঁচমাথা মোড়ে পালিত হল ক্ষুদিরাম বসু’র প্রয়াণ দিবস। এদিন ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন এসইউসিআই দলের ঝাড়গ্ৰাম জেলা সম্পাদক সুকুমার গিরি এবং দলের যুব সংগঠন এঅইডিওয়াইও’র ঝাড়গ্ৰাম লোকাল কমিটির সম্পাদক প্রদীপ ওঝা প্রমুখ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট