পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর এবার বন্ধ হল মেদিনীপুর পুরসভা । শহরে একই পরিবারের ৫ জন উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়েছেন। একজন পুরসভার কর্মী। এজন্য আগামী ৭ দিনের জন্য বন্ধ করা হয়েছে পুরসভা পশ্চিম মেদিনীপুর জেলায় সম্প্রতি শুরু হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও এই টেস্ট করা হচ্ছে, তবে এখনো ব্যাপক হারে নয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজের একজন প্রাক্তন ল্যাব-কর্মীর এই অ্যান্টিজেন টেস্ট করা হয়। দেখা যায়, তাঁর রিপোর্ট পজিটিভ। এরপর একে একে তাঁর স্ত্রী, সন্তান, বৃদ্ধ বাবা-মা’রও এই টেস্ট করা হলে দেখা যায়, প্রত্যেকেই উপসর্গহীন করোনা আক্রান্ত!মেদিনীপুর শহরের পাটনাবাজার সাহেবপুকুরের কাছে ট্যাংরাপুকুরের পাড়ের বাসিন্দা এই পরিবারে ৫ জনের রিপোর্টই এভাবে পজেটিভ আসায় একদিকে যেমন সকলেই বিস্মিত, অপরদিকে তেমনই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের উদ্দেশ্যও সাফল হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, এই টেস্টের মাধ্যমে উপসর্গহীন বা স্বল্প-উপসর্গযুক্ত আক্রান্তদের দ্রুত খুঁজে বের করাই উদ্দেশ্য। সেই কারণে মেদিনীপুর পৌরসভার করা হলো স্যনিটাজার।
পশ্চিম মেদিনীপুর এবার বন্ধ হল মেদিনীপুর পুরসভা
শুক্রবার,০৭/০৮/২০২০
1078