ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনাভাইরাস প্রাদুর্ভাব চলাকালীন অবৈধ প্রবাসীদের দূরবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মো. রায়হান কবিরকে এ মাসের শেষে দেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া সরকার। ৫ আগস্ট বুধবার দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক (ডিজি) দাতুক খাইরুল জাইমি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান। দাতুক খাইরুল জাইমি বলেন, ‘রায়হান কবিরের তদন্ত প্রতিবেদন আমাদের অ্যাটর্নি জেনারেল দেখবেন। এরপর তাকে তার দেশে ফেরত পাঠানো হবে।’ রায়হানকে আর মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হবে না জানিয়ে ডিজি আরও বলেন, ‘তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।’ কবে নাগাদ রায়হানকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে জানতে চাইলে খাইরুল জাইমি বলেন, ‘কুয়ালালামপুর–ঢাকা ফ্লাইট আগস্টের শেষে চালু হলেই তাকে পাঠানো হবে।’ উল্লেখ্য, করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যে অভিবাসী শ্রমিকদের প্রতি মালয়েশিয়া প্রশাসনের বৈষম্যমূলক আচরণ নিয়ে গত ৩ জুলাই ‘লকডআপ ইন মালয়েশিয়াস লকডাউন’নামে একটি তথ্যচিত্র প্রচার করে আল জাজিরা। তথ্যচিত্রটিতে ভুল ও মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে মালয়েশিয়াকে খাটো করা হয়েছে এমন অভিযোগ এনে ব্যাপক তদন্তে নামে মালয়েশিয়া প্রশাসন। এ ঘটনায় রায়হানকে গ্রেপ্তারও করে মালয়েশিয় পুলিশ।
DOT & KEY Vitamin C + E Super Bright Sunscreen Spf 50 |Water-Light,UVA/UVB & Blue Light Protection|For Even Toned & Glowing Skin|With Liquid Spf 50+++| No White Cast| For All Skin Types| 50G,Pack Of 1
₹387.00 (as of শনিবার,০৫/০৪/২০২৫ ১৫:২৮ GMT +05:30 - More info)Naache Runjhun Ganpati-Bhakti Geet & Bhupali- Marathi - SMNLP 01/2 - SPECIAL DEAL LP Vinyl Record, Anuradha Paudwal, Ravinder Saathe, Nandu Honap
Now retrieving the price.
(as of শনিবার,০৫/০৪/২০২৫ ১৫:২৮ GMT +05:30 - More info)