“শ্রমিক আন্দোলনে শ্যামল চক্রবর্তী নামটা ছিল একটা ভরসা”- অশোক ভট্টাচার্য


বৃহস্পতিবার,০৬/০৮/২০২০
806

কলকাতা : শ্যামলদা ফাইট, শ্যামল ফাইট, যখন শ্যামলদা অসুস্থ হয়ে চিকিৎসাধীন তখন হোয়াটসঅ্যাপ করে তাকে বলেছিলাম। শ্যামল দা বলেছিল তোমার মত ফাইট করে জিতে আসব। আমি যখন অসুস্থ হাসপাতালে ভর্তি ছিলাম শ্যামল দা ফোন করে খোঁজ নিতেন। বলতেন যুদ্ধ করে জিতে আসার। কিন্তু শ্যামলদা জিতে আসতে পারলেন না। তাঁর মৃত্যু একটা যুগের মৃত্যু। ছাত্র আন্দোলন থেকে শ্রমিক আন্দোলনে শ্যামল চক্রবর্তী নামটা ছিল একটা ভরসা। শ্যামল চক্রবর্তী স্মৃতিচারণ করতে গিয়ে আজ এই ভাবেই নিজের আবেগের কথা শোনালেন বর্ষিয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য।

https://youtu.be/mHeOugBFzAk

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট