পশ্চিম মেদিনীপুর:- বেআইনি মদ দোকানের বিরুদ্ধে অভিযানে এলাকার মহিলারা। বেআইনি মদ দোকানে গিয়ে ভাঙ্গচুর চালালো এলাকার মহিলারা।ঘটনাটি চন্দ্রকোনা ২ নং ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকার।অভিযোগ,দীর্ঘ দিন ধরেই ধরমপুর এলাকায় রাজ্যসড়কের ধারে থাকা বেশকিছু দোকানে চলছিল অবৈধ ভাবে মদ ব্যবসা।মদ দোকানগুলি থেকে প্রতিদিনই ছড়াচ্ছিল অশান্তি,মারপিটের মতো ঘটনাও ঘটে।সম্প্রতি ধরমপুর এলাকায় একটি দোকানে মদ বিক্রিকে কেন্দ্র করে মারধরের মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ।এনিয়ে ক্ষোভের সৃষ্টি হচ্ছিল এলাকাবাসীদের মধ্যে,প্রশাসনে জানিয়ে কোনও পদক্ষেপ না নেওয়া হলে বাধ্য হয়ে এলাকার মহিলারা এক জোট হয়ে লাঠিসোঁটা নিয়ে বৃহস্পতিবার বেশকয়েকটি দোকানে অভিযান চালায়,ভাঙ্গচুর করা হয় একটি দোকানেও।আগামী দিনে ফের ওই চা দোকান,ভুষি দোকানের আড়ালে মদ ব্যবসা চললে আরও বড় ধরনের পদক্ষেপ নেবে এলাকার মহিলারা এমনটাই তাদের হুঁশিয়ারী।এদিন মদের বিরুদ্ধে মহিলাদের অভিযানকে ঘিরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা।
বেআইনি মদ দোকানের বিরুদ্ধে অভিযানে এলাকার মহিলারা
বৃহস্পতিবার,০৬/০৮/২০২০
550