পশ্চিম মেদিনীপুর:-রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে খোল কীর্তন বাজিয়ে রাস্তায় নামল বিজেপি নেতৃত্ব,পথ আটকাল পুলিশ,দীর্ঘক্ষন পুলিশের সাথে বচসা অবশেষে আটক করা হলো বিজেপি নেতা গৌতম কৌড়িকে, বুধবার এমনই ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়,এই বিষয় নিয়ে অনশন করার হুঁশিয়ারি দিল বিজেপি নেতা গৌতম কৌড়ি,এই দিন বিজেপি নেতা গৌতম কৌড়ি বলেন কোথায় লেখা আছে লকডাউনের দিনে পুজো আলোচনা করা যাবে না, এখানে তো অনেক পুলিশ অফিসার রয়েছেন যারা ব্রাহ্মণ এর মধ্যে পড়ে ন, আজকে যদি না পুজো করতে দেয় তাহলে থানায় গিয়ে অনশনে বসবো এমনটাই হুশিয়ারি দিলেন বিজেপি নেতা গৌতম কৌড়ি।
চন্দ্রকোনারোডে রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে খোল কীর্তন বাজিয়ে রাস্তায় নামল BJP,আটক BJP নেতা,অনশনের হুঁশিয়ারি
বুধবার,০৫/০৮/২০২০
763