পশ্চিম মেদিনীপুর:-পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ,আহত এক মহিলা সহ ৪ জন। অভিযোগের তীর তৃনমূলের দিকে, আহতদের মোহনপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জানা গেছে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার আতলা বুথে রবিবার সকালে বিজেপি কর্মীদের বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।আহত বিজেপি কর্মীর অভিযোগ সকালে তৃণমূল আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী হাতে বোমা ভর্তি ব্যাগ নিয়ে চড়াও হয় তাদের ওপর। বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। যা মোবাইলে ক্যামেরাবন্দী করা হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা করা হয় বলে দাবি আহত বিজেপি কর্মীদের। হামলায় এক মহিলা সহ ৪ জন আহত হয়। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি ব্যাক্তিগত সমস্যার জেরে এই ঘটনা এর সাথে রাজনীতি বা তৃণমূলের কোন যোগ নেই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মোহনপুর এলাকাজুড়ে।ঘটনাস্থলে বেলদার মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তদন্তে নেমেছে মোহনপুর থানার পুলিশ।
মোহনপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি আহত ৪,ভিডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার তৃণমূলের
মঙ্গলবার,০৪/০৮/২০২০
715