পশ্চিম মেদিনীপুর:- বেলদা পুলিশ প্রশাসন ও মহকুমা শাসকের উদ্যোগে মাস্ক বিতরণ করা হলো বেলদায়। পশ্চিম মেদিনীপুরের বেলদা তে, বেলদা পুলিশ প্রশাসন ও মহকুমা শাসক এর উদ্যোগে রাখিবন্ধন উৎসব সামনে রেখে সমাজকে সুরক্ষিত রাখার লক্ষ্যে মাস্ক করা হয় সোমবার। এদিন পথচলতি মানুষ সহ বেলদা মার্কেটের সমস্ত দোকানদারদের মুখে মাস্ক পরিয়ে দেন তারা।মহকুমা শাসক নিজে উপস্থিত থেকেই এই কাজ সম্পন্ন করেছেন।
পুলিশ প্রশাসন ও মহকুমা শাসকের উদ্যোগে মাস্ক বিতরণ
সোমবার,০৩/০৮/২০২০
485