বর্তমান করোনা পরিস্থিতিতে দুর্গাপুজোর আয়োজন নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে প্রশ্ন


সোমবার,০৩/০৮/২০২০
753

কলকাতা : বর্তমান করোনা পরিস্থিতিতে দুর্গাপুজোর আয়োজন নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে প্রশ্ন। এরই মধ্যে রাখি পূর্ণিমার পূণ্য লগ্নে উত্তর কলকাতার নলিনী সরকার স্ট্রিটের দুর্গোৎসবের এবছরে ভাবনার উদ্বোধন হলো সোমমবার। উদ্বোধন করলেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য অতীন ঘোষ। আর সেই সঙ্গে সাধারণ মানুষের হাতে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে তুলে দেয়া হলো মাস্ক। অতীন ঘোষ বলেন, তাঁরা জোর দিচ্ছেন করোনা প্রতিরোধ সচেতনতায়। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। পুজোর মাধ্যমে মানব ধর্ম পালন হবে এ বছর অন্যতম উদ্দেশ্য। আর্থিকভাবে বিপর্যস্ত মানুষেরাও যাতে পুজোর অংশীদার হতে পারেন সে ভাবনা মাথায় থাকছে নলিনী সরকার স্ট্রীট দূর্গা পুজো কমিটির। যে পরিস্থিতির মধ্য দিয়ে এবছর দুর্গোৎসব হবে তার বাজেট কাটছাঁট করা হবে বলে জানিয়েছেন অতীনবাবু। উদ্যোক্তাদের এবছরের ভাবনায় “ফেরারী মন “। বর্তমান করোনা পরিস্থিতি সাধারণ মানুষের মনে যে প্রভাব ফেলেছে তার খণ্ডচিত্র উঠে আসবে পূজার ভাবনায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট