পশ্চিম মেদিনীপুর:- করোনা আবহের মাঝেই পশ্চিম মেদিনীপুর জেলায় দলবদল এর ঘটনা অব্যাহত রয়েছে। কখনো তৃণমূল ছেড়ে বিজেপিতে কখনো আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এর ঘটনা প্রতিদিন লেগেই রয়েছে। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি ব্লকের কর্ণগড় অঞ্চলের সোনাকড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে পরিচিত ১০০টি পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসদল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর গুছাইত, বিজেপি দলের শালবনি দক্ষিণ মন্ডলএর সভাপতি গোপাল মাহাতো সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক শংকর গুছাইত বলেন আগামী দিনে এই এলাকায় তৃণমূল বলে আর কোন কিছুই থাকবে না ।বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি মানুষ বিজেপির পতাকা তলে এসে বিজেপিকে শক্তিশালী করবেন। তিনি বলেন দুর্নীতিমুক্ত বাংলা গড়তে আপনারা বিজেপির সাথে আসুন বিজেপিকে সমর্থন করুন।
শালবনিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে ১০০ টি পরিবার যোগদান করল বিজেপি দলে
শনিবার,০১/০৮/২০২০
1343