সিপিএম ও বিজেপি থেকে শতাধিক কর্মী গুড়গুড়ি পাল এলাকায় যোগদান করল তৃণমূল কংগ্রেসে


শনিবার,০১/০৮/২০২০
1094

পশ্চিম মেদিনীপুর:-পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ অঞ্চলের গুড়গুড়িপাল এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে তৃণমূল কংগ্রেসের কর্মী কর্মীরা ওই সম্মেলনে যোগদান করেন । ওই সম্মেলনে সিপিএম ও বিজেপি দলছেড়ে শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, জেলাযুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, তৃণমূল নেতা অঞ্জন বেরা,দিলীপ দে সহ আরো অনেকে।

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন আগামী দিনে আরো অনেকেই সিপিএম বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। প্রতিদিন বিজেপি ছেড়ে বহু মানুষ তৃণমূলে যোগদান করছেন। যারা বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করছেন তিনি তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং প্রত্যেককে তৃণমূলে যোগ্য সম্মান দেওয়া হবে বলে তিনি জানান ।সেইসঙ্গেতিনি সকলকে তৃণমূলের হয়ে কাজ করার আহ্বান জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট