জেলা পরিষদ ভবনে করোনা রোগী,স্যানিটাইজিং করা হলো  ভবন ও এলাকা 


শনিবার,০১/০৮/২০২০
756

পশ্চিম মেদিনীপুর:-জেলা পরিষদের এক ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসার পর নড়েচড়ে বসে জেলা প্রশাসন,পশ্চিম মেদিনীপুরের  পুরো জেলা পরিষদ  ভবন  স্যানিটাইজ করার উদ্যোগ নেয় জেলা প্রশাসন l মেদিনীপুর শহরের জেলা পরিষদের অতিথি আবাস থেকে গতকাল রাতে  একজন অতিথির করোনা পজেটিভ ধরা পড়ার পর  পুরো জেলা পরিষদ ভবন এবং  চত্বর স্যানিটাইজার করার জরুরী সিদ্ধান্ত নেওয়া হয় l

সেইমতো শনিবার সকাল থেকে পুরো জেলা পরিষদ  এলাকা দমকলের পক্ষ থেকে স্যানিটাইজ করা হয়। এলাকাটিকে কন্টেন্টমেন্ট জোন করা হবে বলে প্রশাসনিক তোড়জোড় শুরু হয়েছে , জেলা পরিষদের  সহ সভাধিপতি অজিত মাইতি জানিয়েছেন, জেলা পরিষদের অতিথি নিবাসে থাকা এক ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসার পর প্রশাসনিকভাবে পুরো জেলা পরিষদ ভবন ও সংলগ্ন এলাকা স্যানিটাইজিং করা হয়েছে l জেলা পরিষদ ভবন এলাকাটিকে কন্টাইন্মেন্ট জোন করারও উদ্যোগ নেওয়া হয়েছে l

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট