ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুটি দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করল মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ


শনিবার,০১/০৮/২০২০
756

পশ্চিম মেদিনীপুর:- গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুটি দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করল মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। জানা গিয়েছে আলী আকবর, বিশাল পন্ডা ও বুবাই পাত্র নামে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকার টোলপ্লাজার কাছ থেকে। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ১২ বোরের পিস্তল ও দু’রাউন্ড লাইভ কার্তুজ। অপরদিকে মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ার বিড়লা মোরের কাছ থেকে ৫ রাউন্ড লাইভ কার্তুজ ও একটি ছুরি সহ গ্রেপ্তার করা হয়েছে সুদ্বীপ দাস ও মানুষ কাফের নামে অপর দুই দুষ্কৃতী কে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। দুই দলের মধ্যে কোন সংযোগ রয়েছে কিনা একদিকে তা যেমন খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে দুই দলের সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সে দিকটিও খতিয়ে দেখছে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। ধৃতদের শুক্রবার তোলা হয়েছে মেদিনীপুর আদালতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট