পশ্চিম মেদিনীপুর:- মাঝে দুটো দিন তারপরই রাখি বন্ধন উৎসব। সারা বছর বোনেরা অপেক্ষায় থাকে এই দিনটির জন্য। কিন্তু এবার সেই উৎসবে কার্যতই জল ঢেলে দিয়েছে মহামারী করোনা ভাইরাস। যদিও রাজ্য সরকার রাখি বন্ধন উৎসবের দিনটিকে লকডাউনের বাইরে রেখেছে, কিন্তু করোনা সংক্রমণের আতঙ্কে বাড়ির বাইরে বেরোচ্ছে না অনেকেই। বিশেষত স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্রীদেরও দেখা মেলেনি রাখির দোকান গুলোতে। ফলে মেদিনীপুর শহরে রাখির চাহিদা সেভাবে দেখা যাচ্ছে না কেনা বেচার ক্ষেত্রে। পসরা সাজিয়ে বসেও হাসি নেই রাখি বিক্রেতাদের মুখে। কারণ বিক্রি নেই রাখির। এমনটাই জানালেন মেদিনীপুর শহরের এক রাখি বিক্রেতা। ব্যবসায়ী দের তরফ থেকে জানা যায় বিক্রি হচ্ছে টুকটাক, ফলে চিন্তায় মাথায় হাত রাখি বিক্রেতাদের। ফলে রাখির পসরা সাজিয়েও কার্যত নিরাশ রাখি ব্যবসায়ীরা।
রাখি বন্ধন উৎসব, সেই উৎসবে কার্যতই জল ঢেলে দিয়েছে মহামারী করোনা ভাইরাস
শনিবার,০১/০৮/২০২০
1080