করোণা জয় করে বাড়ি ফিরল বিজেপি নেত্রীর মেয়ে


শনিবার,০১/০৮/২০২০
782

পশ্চিম মেদিনীপুর:– করোণা জয় করে বাড়ি ফিরল বিজেপি নেত্রীর মেয়ে, আর তাতেই খুশির আমেজ গোটা এলাকায়, পশ্চিম মেদিনীপুরের বেলদা তে কয়েকদিন আগে করোণা ভাইরাসে আক্রান্ত হয় রাজ্য বিজেপি মহিলা মোর্চা একজন অন্যতম সদস্যা ও তার মেয়ে। প্রসঙ্গত কয়েক দিন আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ওই বিজেপি নেত্রী।শুক্রবার করোনাভাইরাস কে জয় করে নিজের বাড়ি ফিরল ওই বিজেপি নেত্রীর মেয়ে।

ফুল চন্দন ও দ্বীপ জ্বালিয়ে মেয়েকে বরণ করল বিজেপি নেত্রী তথা তার মা। এদিন করোনাভাইরাস জয় করে ফিরে আনন্দে উন্মাদনা হয়ে নাচতে শুরু দুজনেই। এবং সেই সঙ্গে ১৪ দিন পেরিয়ে যাওয়ার পর এদিন বিকেলে প্রশাসনের পক্ষ থেকে বিল্ড আনন্দ মার্কেটের কনটেইনমেন্ট সরিয়ে দেওয়া হয় এবং দোকানপাট খোলার নির্দেশ দেয়া হয়। মূলত এই ভাইরাসের প্রতি আতঙ্ক থাকলেও যেভাবে খুশির খবর এলাকায় ছড়িয়ে পড়ছে তাতে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে এলাকার মানুষেরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট